
ওয়াজেদ নয়ন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি :
ছাত্র-শিশু গণহত্যার সহযোগী জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফা ইয়াসমিন ময়ুরী হিজড়ার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা জারি হওয়ায় দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর) সকাল ১১টায় মাদারগঞ্জ উপজেলা পরিষদের সামনে তৃতীয় লিঙ্গের (হিজড়া) সম্প্রদায় ও ছাত্র সমাজের উদ্যোগে এই মানববন্ধন আয়োজন করা হয়। ময়ুরীকে দ্রুত গ্রেফতারের জন্য জামালপুর পুলিশ সুপার, র্যাব ১৪, সেনাবাহিনী, গোয়েন্দা শাখার হস্তক্ষেপ কামনা করেন তারা । লাবন্য রহমান এর সঞ্চালনায় বিন্দি@ বিদ্যুৎ, নুপুর, রুমি, মুন্নি, তিথি, বেবি, মোহনা, মেঘলা প্রমুখ মানববন্ধনে বক্তব্য রাখেন । এ সময় সুসমিতা, সকাল, রাবিনা, সুমনসহ প্রায় স্থানীয় সকল হিজড়া সদস্যরা ও নানা পেশাজীবির শতাধিক ব্যক্তিরা অংশগ্রহণ করেন। বক্তারা জানান, হিজড়া সম্প্রদায়ের বিন্দিকে অপহরণ করে অমানবিক নির্যাতন করা হয়। পরবর্তীতে তারা মামলা দায়ের করলে আদালত পিবিআই পুলিশকে তদন্ত দিলে পিবিআই পুলিশের তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদন পাঠানোর প্রেক্ষিতে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন-২ আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা জারি হয়। এর আগেও তারা ৩ বার মানববন্ধন করেও কোন বিচার পায়নি। ময়ুরীকে দ্রুত গ্রেফতারের জন্য জামালপুর পুলিশ সুপার, র্যাব ১৪, সেনাবাহিনী, গোয়েন্দা শাখার হস্তক্ষেপ কামনা করেছেন বক্তারা । তাদের অভিযোগ, গ্রেফতারী পরোয়ানা জারী হওয়ার পরেও ময়ুরী এখনো সবাইকে বিভিন্ন হুমকি দিয়ে যাচ্ছে , তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই বক্তারা দ্রুত আরিফা ইয়াসমিন ময়ুরীর গ্রেফতার দাবি জানান। ময়ুরীকে গ্রেফতার না করা হলে তারা যে কোন যে কোন কর্মসুচি ঘোষনা করবেন বলে হুশিয়ারী দেন।
Leave a Reply