মোঃ হুমায়ুন কবীর মৃধা
এস কে ইয়াছিন সিনিয়র স্টাফ রিপোর্টার
মানব কল্যাণ ও সমাজ সেবায়
মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন নারায়ণগঞ্জের মোঃ হুমায়ুন কবীর মৃধা, পেশায় একজন স্বাস্থ্য কর্মী হলেও কাজ করেন একাধিক সামাজিক সংগঠনে কাজ করেন একজন দক্ষ সংগঠক হিসেবে, সাংবাদিক লেখক সংগঠন, মানবাধিকার সংগঠন ও সেচ্ছাসেবী হিসেবে নিবেদিত প্রান মানব কল্যান ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য তিনি এই সন্মাননা এওয়ার্ড পান। শনিবার বিকাল ৪:০০ টার সময় মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিলের আয়োজনে ঢাকা পল্টন টাওয়ার
“মানবতার কল্যাণে মাদার তেরেসা” শীর্ষক আলোচনা সভা ও মাদার তেরেসা গোল্ডেন এওয়ার্ড ২০২৫ অনুষ্ঠিত হয়!
তিনি বলেন এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে আমরা একত্রিত হয়েছি, মানবতার সেবায় মাদার তেরেসার অমর অবদানকে স্মরণ করতে এবং তার অনুপ্রেরণামূলক জীবন ও কাজের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে। মাদার তেরেসা যে বিশ্বব্যাপী অসহায়দের পাশে দাঁড়িয়ে মানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন, তা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি, সিকদার মকবুল হক (অবঃ) স্যার, যাঁর বিচারিক জীবন এবং মানবাধিকার সংক্রান্ত অবদান আমাদের সকলের জন্য প্রেরণার উৎস।
এছাড়া, আমাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন পীরজাদা শহীদুল ইসলাম হারুন, সচিব, অর্থ মন্ত্রণালয় (অবঃ) স্যার, যাঁর কর্মজীবনের অসাধারণ অবদান দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম. এইচ আরমান চৌধুরী
মহাসচিব মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ আর. কে. রিপন ভাইস- চেয়ারম্যান মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল
এই মহামান্য ব্যক্তিত্বদের উপস্থিতিতে, আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে, আমি আজ “মাদার তেরেসা গোল্ডেন এওয়ার্ড ২০২৫” গ্রহণ করতে পেরেছি এওয়ার্ডটি গ্রহণের মাধ্যমে আমি এই মহৎ ব্যক্তিত্বের কাজকে আরো সামনে নিয়ে যাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।
মোঃ হুমায়ুন কবীর মৃধা বলেন
মাদার তেরেসার দেখানো পথ অনুসরণ মানবতার কল্যাণে বাকি জীবন যেন নিজেকে উৎসর্গ করতে পারি,
মোঃ হুমায়ুন কবীর মৃধা জানান, মাদার তেরেসা রিসার্চ কাউন্সিলের মহতী উদ্যোগে আমাকে সন্মাননা দেয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমার এই অর্জন নারায়ণগঞ্জ এর মানুষের জন্য উৎসর্গ করলাম। এই পুরস্কার আমার চলার পথে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে। তিনি নারায়ণগঞ্জ সর্বস্থরের মানুষের নিকট দোয়া চেয়েছেন যেন এভাবে সুস্থ থেকে মানুষের কল্যাণে সমাজ সেবা করেই যেতে চান। আর মানব কল্যাণেই বাকি জীবনটা উৎসর্গ করতে চান!
Leave a Reply