হবিগঞ্জ প্রতিনিধি মো মইন উদ্দিন উজ্জ্বল: হবিগঞ্জের মাধপুরে পূর্ব পৌরসভা অধীনে অদ্য ১৪/০১/২০২৫খ্রিঃ তারিখ মাধবপুর থানায় কর্মরত এসআই(নিরস্ত্র) মোঃ সাইদুল ইসলাম সঙ্গীয় এএসআই(নিরস্ত্র) মোঃ জাকির হোসেন ও ফোর্সসহ মাধবপুর থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, মাধবপুর পৌরসভাধীন পূর্ব মাধবপুর সাকিনস্থ বারাচান্দুরা রাস্তার পূর্ব পাশে জনৈক অলি মিয়ার মুদি দোকানের সামনে অভিনব কায়দায় ০২টি বালিশের ভিতর গাঁজাসহ ০১জন লোক গাড়ীর জন্য অবস্থান করিতেছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য এসআই(নিরস্ত্র) মোঃ সাইদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অদ্য ১৪/০১/২০২৫খ্রিঃ ১২.৫০ ঘটিকার সময় বারাচান্দুরা রাস্তার পূর্ব পাশে জনৈক অলি মিয়ার মুদি দোকানের সামনে অভিযান পরিচালনা করে ওয়াছির আহম্মেদ হাবিব ওরফে আহসান হাবিব (১৯), পিতা-মোঃ শাহজাহান মিয়া, সাং-শায়েস্তাপুর, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুরকে ০২টি বালিশের ভিতরে কসটেপ দ্বারা মোড়ানো ০২টি পোটলায় ০৩কেজি গাঁজাসহ গ্রেফতার করেন। উক্ত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
Leave a Reply