প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৫, ১১:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২০, ১:৩৬ এ.এম
মাধবপুরে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ, আহত ৪ জন।

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। রবিবার (২২ নভেম্বর) সকাল ৭টা ৩৫ দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ী সংলগ্ন নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানাযায়, ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া নামক স্থানে কুয়াশা মধ্যে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ ঘটে , এতে ঘটনা স্থলে ৪ জন গুরুতর আহত হয়।পরে আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে প্রেরন করে। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, সিএনজি চালক পরেশ নামে এক ব্যাক্তি ছিলেন তার বাড়ী সাতছড়ি । ট্রাকের চালক ছিল না, গাড়ি চালিয়ে আসে ট্রাকের হেলপার ও গাড়ী সহ আটক করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ. All rights reserved.