মাধবপুরে বুল্লা ইউনিয়নে মাহমুদপুর গ্রামে সৌদি ফেরত ঘুমন্ত স্ত্রীকে তিন টকরো করে ঘর জামাই । বুধবার মাঝ রাতে এ গঠনা গঠে। নিহত গৃহবধুর নাম পারভিন আক্তার (৩৫)তিনি মাহমুদপুর গ্রামের মৃত নুরুল ইসলামের মেয়ে।
জানা যায়,প্রায় ৭ বছর আগে পারভিনের সঙ্গে তার খালাতো ভাই পার্শবর্তী নাসিরনগর উপজেলার চান্দেরপাড়া গ্রামের রেনু মিয়ার ছেলে তকদির হোসেন (৪০)বিয়ে হয়।
বিয়ের পর থেকে তকদির শশুর বাড়িতে ঘর জামাই থাকে।
তাদের দুটি সন্তান জন্ম হয়। আর্থিক সচ্চলতার জন্য কয়েক বছর পর পারভিন সৌদি আরবে চলে যান।
হত্যা করার সময় তার শিশু বাচ্চাদের চিৎকারে প্রতিবেশী ঘুম থেকে উঠে পারভিনের ত্রি খন্ঠিত মরদেহ দেখতে পায় ঘটনা ঘটিয়ে পাষন্ড স্বামী পালিয়েছে।
মাধবপুর থানার পরিদর্শক তদন্ত আমিনুল ইসলাম জানান খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্হলে পৌছে লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে