হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গংগাজলের মাজারে প্রত্নতত্ত্ব অধিদপ্তর মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) অভিযানের ১ম দিনে মাজার ও আশপাশের বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়ে মাটির নিচ থেকে কিছু পুরানো হাজার বছরের প্রত্নবস্তু মিট পাথর পেয়েছেন।
অভিযান পরিচালনা করেন কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের গভেষণা সহকারী মোঃ ওমর ফারুক এর নেতৃত্বে সঙ্গে ছিলেন সার্জেন্ট হাউজ সরফর মারমা ও সহকারী রেকর্ডার মোঃ রিপন মিয়া। পরে তাদের নিকট হতে জানা যায় যে,গত কিছু দিন আগে উল্লেখীত অভিযান এলাকার
সাংবাদিক মোঃ মুজাহিদ মসির আবেদনের প্রেক্ষিতে আমরা এই অভিযানে আসি।এবং যেসমস্ত মিট পাথর পেয়েছি এগুলো পরিষ্কার পরিছিন্ন করে কুমিল্লা ময়নামতি জাদুঘরে রাখবো।
Leave a Reply