
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :মোঃমঈন উদ্দিন উজ্জ্বল
“দৈনিক আমিষ, আধুনিক প্রযুক্তি; প্রাণিসম্পদে হবে উন্নতি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫। সোমবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে এ সপ্তাহের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের আয়োজনে সহযোগিতা করে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)। উপজেলার খামারি, উদ্যোক্তা, পোল্ট্রি ব্যবসায়ী ও সেবাগ্রহীতাদের উপস্থিতিতে প্রাঙ্গণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহিদ বিন কাসেম। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার।
প্রদর্শনীতে ছিল আধুনিক প্রযুক্তির উপস্থাপন, দুধ পরীক্ষা, আলোচনা সভা, প্যারেড ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল ৩টায় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় প্রাণিসম্পদ সপ্তাহের প্রথম দিনের কার্যক্রম।প্রতিদিনই নানা আয়োজন থাকবে সপ্তাহব্যাপী এ প্রগ্রামে।
প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, মোট ৩০টি স্টল নিয়ে এবারের প্রদর্শনী সাজানো হয়। ডেইরি, গরু হৃষ্টপুষ্ট, ছাগল–ভেড়া, পোল্ট্রি ও পণ্য–প্রযুক্তি ক্যাটাগরিতে ১৫টি পুরস্কার এবং অতিরিক্ত ১টি বিশেষ পুরস্কারসহ মোট ১৬টি পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা সজিব সরকার, বিআরডিবি কর্মকর্তা ফয়সল চৌধুরী, সমবায় কর্মকর্তা ইসমাঈল তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর, পিআইও নুর মামুন, এসআই শাহানুর, মাধবপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক এম এ কাদের, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কায়েস আহমেদ সালমানসহ বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিরা।
বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা সজিব সরকার, সমবায় কর্মকর্তা ইসমাঈল তালুকদার, ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর, কায়েস আহমেদ সালমান প্রমূখ।
বক্তব্যের শুরুতেই সাংবাদিক কায়েস আহমেদ সালমান বলেন, “সাংবাদিকের কাজ বক্তব্য দেওয়া নয়, সাংবাদিকের কাজ হলো বক্তব্য নেওয়া।” এরপর তিনি মঞ্চ থেকে নেমে খামারিদের কাছে প্রাণিসম্পদ দপ্তরের সেবা সম্পর্কে মতামত নেন। অধিকাংশ খামারি জানান, তারা প্রাণিসম্পদ অফিস থেকে সন্তোষজনক ও নিয়মিত সেবা পাচ্ছেন।
Leave a Reply