মোঃ সনজব আলী হবিগঞ্জ জেলা প্রতিনিধি।
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর সদস্য পদ নবায়ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল।
উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সৈয়দ মো. ফয়সল বলেন, “বিগত সরকার দেশের গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করে গেছে। বিএনপি বিগত ১৬ বছর ধরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য নিরলসভাবে লড়াই-সংগ্রাম করেছে। আমি মাধবপুরে বিএনপির সংগঠন গড়তে পায়ে হেঁটে প্রতিটি গ্রামে গিয়েছি। তখন বিএনপির শক্তি আজকের মতো ছিল না। আজকের অনেক সিনিয়র নেতাই তখন আমাকে সহযোগিতা করেছেন।”
তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন—ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমরা আশা করছি, নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগে সবাইকে নিষ্ঠার সঙ্গে মাঠে কাজ করতে হবে। ইনশাআল্লাহ, জনগণের রায়ে বিএনপি জয়ী হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, সহ-সভাপতি মো. আরজু মিয়া, পারভেজ হোসেন চৌধুরী ও হাজী অলিউল্লাহ, যুগ্ম সম্পাদক সুমন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল বাবুল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদুর রহমান, যুগ্ম আহ্বায়ক আল আমিন ইসলাম এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবির।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা চেয়ারম্যান মীর খুরশেদ আলম, বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুক, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান ও বাবুল খান, একলাছুর রহমান ভূঁইয়া, সাব্বির হাসান বকুল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও উপজেলার ১১টি ইউনিয়নের বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকরা কর্মসূচিতে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি একদিকে যেমন দলীয় সংগঠনের তৃণমূল পর্যায়ে নবচেতনার সঞ্চার করেছে, তেমনি আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে কর্মীদের সংগঠিত করায় নতুন গতি সঞ্চার করেছে।