হবিগঞ্জের মাধবপুরে বিভিন্ন স্থানে চলতি মৌসুমে খরার প্রভাব না থাকায় সময় মতো আকাশের বৃষ্টির পানি পাওয়ায় কৃষকরা মনের আনন্দে মাঠে কাজ করছেন। এদিকে আবহাওয়া অনুকুলে থাকায় এবার ধানে চারা ভালো হওয়ায় এবং সঠিক সময়ে বৃষ্টির পানি পাওয়ায় আমন চারা জমিতে রোপন করা শেষ পর্যায়ে কৃষকরা।
উল্লেখীত বিষয়ে কৃষি অফিস সুত্রে জানা যায়, মাধবপুর উপজেলা জুড়ে প্রায় ১১টি ইউনিয়ন ১টি পৌরসভায় চলতি মৌসুমে ১১ হাজার হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
আমন ধান রোপণের বিষয়ে কৃষকরা জানায়, গত চলতি বছরে আকাশের বৃষ্টি পাওয়ায় সময় মতো জমিতে হাল দিয়ে জমি তৈরী করে প্রয়োজন মতো সার বীজ বাজার থেকে ক্রয় করে এবার আমন ধানের চারা রোপন করতে কোন সমস্য হয় নি। আমরা ভোর হলেই বিভিন্ন স্থানের কৃষকরা ছুটছেন মাঠের দিকে।ভাটিয়ালী ভাওয়াইয়া গানের সুরে সুরে মনের আনন্দে কাজের মধ্য দিয়ে আমন চারা রোপণ প্রায় শেষ পর্যায়ে চলে আসছে।
উল্লেখীত আমন ধান রোপণের বিষয়ে উপজেলা কৃষি অফিসার মোঃ আল-মামুন হাসান এর কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এই বছর আবহাওয়া অনুকুলে থাকায় ও প্রচুর পরিমাণ বৃষ্টির পানি পাওয়ায় কৃষি অফিসের পরামর্শে সময় মতো আমন রোপন করছে কৃষকরা।আমরা সকল কৃষক কে প্রায় কয়েকটি ভালো মানের বীজ যে গুলো কৃষক রোপন করে বাম্পার ফলনের স্বপ্ন বাস্তবায়ন হবে,সে রকম কয়েকটি বীজ দিয়েছি কৃষকদের। এবং কৃষকদের যে বীজ গুলো দিয়ছি সেগুলোর পরবর্তী সময়ে ধানের জমিতে সরিষা ফলন করতে পারবেন।এছাড়া কৃষকদের যেকোনো রকম সেবা দিতে পাশে আছেন স্হানীয় কৃষি অফিস।
Leave a Reply