মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সাভারের আশুলিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আশুলিয়া থানা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৩ মে) বিকেল ৪ টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল ত্রি-মোড় এলাকায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নেতাকর্মীরা বাইপাইল ত্রি-মোড় এলাকায় বিকেল সাড়ে তিনটা থেকে জড়ো হতে থাকেন। পরে বাইপাইল এলাকা থেকে বিক্ষোভ শুরু করে নবীনগর-চন্দ্রা মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
বিক্ষোভ শেষে এক সমাবেশে আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্যবার হত্যারর ছক কষা হয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে প্রধানমন্ত্রী বেঁচে গেছেন। প্রধানমন্ত্রীর চারপাশে বেষ্টনী হয়ে আছে দেশের জনগণসহ আওয়ামী নেতাকর্মীরা। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করতে চাই যে কোন ক্রান্তিকালে আশুলিয়া থানা আওয়ামী লীগ পাশে রয়েছে এবং থাকবে। সেই লক্ষে আশুলিয়া থানা আওয়ামী লীগ সুসংগঠিত।
এসময় আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ঢাকা জেলা পরিষদের সদস্য এনামুল হক মুন্সি, সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খাঁন, ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান সুমন আহমেদ ভূঁইয়াসহ থানা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ার শিবপুর হাট উচ্চবিদ্যালয় মাঠে রাজশাহী জেলা ও মহানগর বিএনপির আয়োজনে এক সমাবেশ বক্তৃতাকালে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ ওরফে চাঁদ। এরপরই হুমকির প্রতিবাদে উত্তাল সারাদেশ।
Leave a Reply