চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কানসাটে সদ্য প্রতিষ্ঠিত সেবামূলক প্রতিষ্ঠান মানব সেবা স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। মানবসেবা স্বেচ্ছাসেবী সংস্থার কার্যালয় কানসাট শাপলা সিনেমা হল চত্বরে ইফতার সামগ্রী তৈরী করে বিভিন্নভাবে রোজাদারদের কাছে পৌছে দেওয়া হয়। মানবসেবা স্বেচ্ছাসেবী সংস্থা বিনামূল্যে রক্তদান, অসহায়দের আইনি সহায়তা, সমাজে অবহেলিতদের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্যোগ নিয়ে প্রতিস্ঠিত এ প্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় এই ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমান প্রেক্ষাপটের করোনাভাইরাসের ক্রান্তিকালে সার্বিক দিক বিবেচনা করে অসহায়দের পাশে থাকার প্রত্যয়ে ইফতারের আয়োজন করা হয়। মানবসেবা স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের আয়োজনে ও সার্বিক ব্যবস্থাপনায় প্রায় ৫০০ জনের মাঝে ইফতারের সুব্যবস্থা করা হয়।
Leave a Reply