১২ এপ্রিল ২০২৩ বুধবার, দুপুর ১২:১৫ মিনিটের দিকে হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নে রান্নাঘড় থেকে আগুনের সুত্রপাত হয় বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন। উপজেলার চালা ইউনিয়নের বৈকন্ঠপুর গ্রামের ছনু মিয়ার তিন ছেলে জুয়েল,উজ্জল,চঞ্চল তিনটি ঘড়ের মধ্যে দুইটি ঘড় পুরোপুরি পুড়ে গেছে, আর একটি ঘড়ের ফ্রিজ,টেলিভিশন,আসবারপত্র সহ বেশিরভাগই আগুনে পুড়ে ঘড়ের টিন ঝলসে গেছে। ক্ষতিগ্রস্থ পরিবার জানান,
থাকার ঘড়,টিন,আসবাবপত্র,ফ্রিজ, টেলিভিশনসহ আনুমানিক প্রায় দশ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবার।
এছাড়াও সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের মালাকা মোড় এলাকায় দুপুর ২:৩০ মিনিটে বৈদ্যুতিক পাখা থেকে আগুনের সূ্ত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারনা করা হয়। এতে একটি মুরগির দোকানে আগুন লেগে আনুমানিক ৩. লক্ষ পঞ্চাশ হাজার টাকার মুরগি ও ৬ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত দোকান ঘড়টির সম্পুর্ণ পুড়ে যায়।
খবর পেয়ে হরিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২ টি ইউনিট প্রায় ঘন্টাখানেক চেষ্টার পর হরিরামপুরের চালা ইউনিয়নের আগুন নিয়ন্ত্রনে আনে এবং তৎক্ষনাত সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের আগুন নিয়ন্ত্রনে আনতে সেখানে হাজির হয়। হরিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রধান লিডার মোঃ শফিকুল ইসলামসহ ১৯ জন এই আগুন নিয়ন্ত্রনে কাজ করেন।
আগুনে পুড়ে যাওয়া ঘড় ও দোকান পরিদর্শন করেন হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার রহমান।