
নিজস্ব প্রতিবেদক
সকালের প্রথম আলো ফুটতেই চুয়াডাঙ্গা–২ আসনের এমপি পদপ্রার্থী জনাব মোঃ রুহুল আমিন দাঁড়িপাল্লা প্রতীকের পতাকা হাতে নিয়ে ছুটে যান মানিকপুর ও রাজাপুর গ্রামের পথে। মানুষের সঙ্গে কুশল বিনিময়, ঘরে ঘরে শুভেচ্ছা বিনিময় ও নিজের প্রতীক পরিচিত করিয়ে তৃণমূলের জনগণকে পাশে পাওয়ার প্রত্যয়ে তিনি দিনব্যাপী গণসংযোগ চালান।
মানিকপুরের বাজার এলাকা, ব্রীজপাড়া, স্কুল–কলেজসংলগ্ন সড়কসহ বিভিন্ন স্থানে গ্রামবাসীর সঙ্গে কথা বলেন তিনি। উন্নয়ন, ন্যায়বিচার, শিক্ষা ও কৃষিখাতসহ স্থানীয় সমস্যা ও সম্ভাবনা নিয়ে তুলে ধরেন তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা।
রাজাপুর গ্রামে প্রবেশ করতেই সাধারণ মানুষের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। তরুণ–যুবকদের সঙ্গে আলাপচারিতার পাশাপাশি নারী–পুরুষ, প্রবীণ ভোটারদেরও খোঁজখবর নেন তিনি। জনগণের ভালোবাসা ও সমর্থনকে শক্তি হিসেবে নিয়ে তিনি বলেন— “চুয়াডাঙ্গা–২ আসনকে একটি উন্নত, আধুনিক ও জনবান্ধব অঞ্চলে রূপান্তর করাই আমার মূল লক্ষ্য।”
দিনব্যাপী গণসংযোগে স্থানীয় নেতাকর্মীরাও তাকে সঙ্গে দেন। তারা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে বলেন, পরিবর্তন ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রুহুল আমিনই হতে পারেন এই অঞ্চলের যোগ্য প্রতিনিধিত্বকারী কণ্ঠস্বর।
গ্রামের মানুষ তার প্রচারণায় সন্তুষ্টি প্রকাশ করে জানায়, তৃণমূলের পাশে এমনভাবে একজন প্রার্থীকে সবসময় দেখার প্রত্যাশাই তাদের।
Leave a Reply