মানুষের ভালোবাসা কখনো টাকা দিয়ে কেনা যায় না। আর যে ভালোবাসা টাকার বিনিময়ে কেনা হয়, সেই ভালোবাসা কখনো মধুর হয় না’।
জয়কে উদযাপন করতে মানুষের ধারে ধারে ভালোবাসা বাণী দিচ্ছেন।লক্ষ একটাই সমাজকে নতুন করে সাজাবো, শুধু আপনাদের সাহায্য প্রয়োজন, এমন কিছু কথা নিয়ে গণমাধ্যমে লাইভে দিয়েছেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ৭নং চর রমিজ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য (মেম্বার) নেছার উদ্দিন ।
স্থানীয় সূত্রে জানা যায়, নেছার উদ্দিন ২১ জুন ইউপি নির্বাচনে তালা প্রতীকে বিপুল ভোট পেয়ে তিনি নতুন সদস্য নির্বাচিত হয়েছেন। এলাকার মানুষ ও আত্মীয়দের সঙ্গে দেখা করার সময় তার গলায় টাকার মালা পরিয়ে বরণ করেন ।
এ ব্যাপারে ইউপি সদস্য নেছার বলেন, জনগণ আমাকে প্রথমবারের মতো ভোট দিয়ে মেম্বার বানিয়েছে। জনগণের সেবা করার সুযোগ পেয়েছি। টাকার মালা দিয়ে তারা আমাকে বরণ করে নিয়েছে। আমি দিনের ২৪ঘন্টায় সেবা দিতে প্রস্ত রয়েছি। আমাকে যাহারা নির্বাচিত করে বরণ করেছে তাদের এ ভালোবাসা টাকা দিয়ে কেনা সম্ভব না।
Leave a Reply