সুন্দরগঞ্জ উপজেলার ১৪নং চন্ডিপুর ইউনিয়ের ৫নং ওয়ার্ডে পরিবেশ ও মানবাধিকার সংস্থার মহাসচিব স্যারের দেয়া হুইল চেয়ার বিতরণ কালে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা ইয়াস মানবাধিকার ও পরিবেশ আইন সহায়তা সংস্থার পরিচালক মো:মনজুরুল ইসলাম, সুন্দরগঞ্জ শাখার ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আ:রাজ্জাক, ক্রাইম তদন্ত রিপোর্টার মো:তাজরুল ইসলাম,১৪নং চন্ডিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার মো:হযরত আলী,এবং স্থানিয় লোকদের উপস্থিতিতে অসহায় হত দরিদ্র শ্রী:মাদাই সাহা কে ইয়াস মানবাধিকার সংস্থার মহাসচিব জাহিদ স্যারের দেয়া হুইল চেয়ার পেয়ে শ্রী:মাদাই সাহা অনেক খুশি মাদাই সাহা বলেন আমার এলাকায় অনেক বিত্তবান টাকা ওয়ালা লোক আছে কিন্তু ভাগ্য আমার এতোটাই খারাপ কোন ভাবে তাদের সহযোগিতা পাইনি,আজ মনে হলো ভালো মানুষ এখনো পৃথিবীতে আছেন তারই বিরল প্রমান হচ্ছে ইয়াস মানবাধিকার ও পরিবেশ আইন সহায়তা সংস্থার আপনাদের মহাসচিব জাহিদ স্যার,আমি আপনাদের মহাসচিব জাহিদ স্যারের জন্য প্রান ভরে দোয়া করলাম তিনি যেন আপনাদের মাধ্যমে খুজে খুজে বের করেন আমার মত অসহায় প্রতিবন্ধী সহ অসংখ্য অসহায় মানুষের দেখা শুনার দায়িত্ব নিতে পারেন।আমি এই প্রার্থনা করি সৃষ্টিকর্তা ওনাকে নেক হায়াত দান করুন আর সব সময় সুস্থ রাখুন।আমরা ও অসহায় প্রতিবন্ধী শ্রী:মাদাই সাহা কে ইয়াস মানবাধিকার ও পরিবেশ আইন সহায়তা সংস্থার দায়িত্ব নিলাম ওনারা এই সব সুন্দর কথা বলার কারনে আর ইয়াস মানবাধিকার সংস্থা আছে ওনার বিপদে আপদে ।আর একটি আমি জানিয়ে রাখি অনেক দিন যাবত শ্রী:মাদাই সাহা ওনি ঘর থেকে বের হয়ে তার আংঘিনায়আসতে পারতো না,এখন তিনি মহাসচিব জাহিদ স্যারের দেয়া হুইল চেয়ার পেয়ে আমাদের সামনে আনন্দে কেদেঁ ই ফেললেন আর বলতে লাগলেন আজ থেকে আমি বাজারে যেতে পারবো,আমার পাড়া মহল্লার সবার সাথে কথা বলতে পারবো তিনি ধীর গতিতে নিশ্বাস ফেলে এসব একা একা বলতে লাগলো আমি অনেক্ষণ চুপ রইলাম আর মনে মনে ভাবতেছি শুধু দুটো পা আর চলে না এতেই তিনি বন্দী এক ঘরের কোনে তার বসবাস কি খায় আর কি পায়,শুধুই বুক ভরা কষ্ট আল্লাহ্ মাফ করুন জানিনা কার ভাঙ্গে কি লেখা আছে,তাই বলছি হে সমাজের বিত্তবান টাকা ওয়ালা পরিবার গুলো আসুন আমরা ও আমাদের এলাকার অসংখ্য অসহায় পরিবার আছে যাদের দিন আনা দিন খাওয়া,পায়না ঠিকভাবে চিকিৎসা আর পায়না কোন মেম্বার চেয়ারম্যানের সহযোগিতা তাই আসুন এই সব অসহায় মানুষদের পাশে দাড়াই দেখবেন আপনাদের একটু সহযোগিতায় সুস্থ্য থাকবে শত শত অসহায় পরিবার।।