সোহেল রানা স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর মান্দা উপজেলায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) এর আওতায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) দুপুরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায়, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা হল রুমে পুরস্কার বিতরণ ও সংবর্ধনা দেয়া হয়। নওগাঁ জেলা শিক্ষা অফিসার মোঃ শাহাদাৎ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ্ আলম শেখ,
সাহা পুকুরিয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক গোলাম সারোয়ার স্বপন এবং শিক্ষার্থীর অভিভাবক ও ভারশোঁ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক সাইফুল ইসলাম।
শিক্ষার্থী মোঃ ফারুক ইসলাম, আবু রায়হান ও উরমিলা আক্তার। তারা শিক্ষা উন্নয়নে এমন প্রণোদনামূলক উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।