সোহেল রানা স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের প্রসাদপুর বাজারে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। মাকে তালাক দিয়ে বাবার দ্বিতীয় বিয়ের অভিমানে আত্মহত্যা করেছে নূসরাত রিভা (১৪) নামের নবম শ্রেণীর এক শিক্ষার্থী।
শনিবার (২৬ জুলাই) সকালে প্রসাদপুর বাজারে সালাম ডাক্তারের বাড়িতে ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে নুসরাত রিভা । মৃত্যুর আগে একটি চিঠিতে বাবার দ্বিতীয় বিয়ে ও সৎ মায়ের প্রতি অসন্তোষ এবং মানসিক যন্ত্রণার কথা জানায় নূসরাত।
স্থানীয় সূত্রে জানা গেছে, আত্মহত্যার পর থেকেই নূসরাতের বাবা রাজমিস্ত্রি আকবর ও সৎ মা রোজিনা পলাতক রয়েছেন। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান জানান,ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং চিঠিটি জব্দ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply