খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার
গলাচিপা উপজেলার একমাত্র আদালত ভবন বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ভবনটির বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা ও সিমেন্টের টুকরা। দেয়ালে পানি চুঁইয়ে ঢুকছে, ফলে বিচারপ্রার্থী, আইনজীবী ও আদালতের কর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায় গলাচিপা উপজেলা আদালত ভবনটি নির্মাণ করা হয়েছিল প্রায় তিন দশক আগে। এরপর থেকে তেমন কোনো বড় ধরনের সংস্কার হয়নি। প্রতিদিন শতাধিক মানুষ এই আদালতে বিচারের জন্য আসে কিন্তু বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সিনিয়র আইনজীবী আবদুল খালেক মিয়া জানান বৃষ্টি হলে ছাদ দিয়ে পানি পড়ে, বৈদ্যুতিক তার ঝুলে থাকে, আর দেয়ালগুলো যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এই অবস্থায় আমরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছি।
আদালত বেঞ্চ সহকারী মো. ফেরদাউস মিয়া বলেন প্রতিদিন ভয়ে ভয়ে কাজ করি। ভবনের অবস্থা খুবই নাজুক, দ্রুত সংস্কার না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
জিআরও মো. আবু সালেহ জানান ছাদ বেয়ে অনবরত বৃষ্টির পানি পড়ে মামলার নথিপত্র ভিজে যাচ্ছে এবং হাজত খনার মধ্যে পানি জমে যাওয়ায় আসামীদের চরম দূর্ভোগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভবনের দুরবস্থার কথা আইন ও বিচার বিভাগকে একাধিকবার অবহিত করা হয়েছে । তবে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। প্রয়োজনীয় বরাদ্দ পেলে দ্রুত সংস্কারের কাজ শুরু করা হবে।
এদিকে বিচারপ্রার্থীরা দ্রুত এই ঝুঁকিপূর্ণ ভবন সংস্কারের দাবি জানিয়েছেন। নইলে যে কোনো সময় প্রাণহানির মতো দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন তারা।