ঢাকা জেলা স্টাফ রিপোর্টার:
সৈয়দ উসামা বিন শিহাব।
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে মালয়েশিয়া গেছেন। তিনি কুয়ালালামপুরে শুরু হওয়া ১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।
এই আন্তর্জাতিক সম্মেলনে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার যৌথ উদ্যোগে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের সেনাপ্রধানরা অংশ নিচ্ছেন। আঞ্চলিক নিরাপত্তা জোরদার, সামরিক সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এ সম্মেলনের প্রধান আলোচ্য বিষয়।
সফরকালে বাংলাদেশ সেনাপ্রধানের মালয়েশিয়া সেনাবাহিনীসহ অংশগ্রহণকারী বিভিন্ন দেশের সেনাপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে। এতে সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানায়, আন্তর্জাতিক মঞ্চে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং আঞ্চলিক সহযোগিতার পরিধি বাড়ানোর ক্ষেত্রে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply