২৭ জুলাই (মঙ্গল বার) সকাল ১০টায় চাঁদপুরের হাজীগঞ্জের এক প্রবাসীর মালেশিয়াতে মৃত্যুর সংবাদ পাওয়া গিয়েছে।
মৃত্যু ব্যাক্তি হলেন হাজীগঞ্জ উপজেলার ৬ নং পূর্ব বড়কুল ইউনিয়নের মোল্লাডহর গ্রামের আটিয়া বাড়ির হাজী ফজলে আলীর ২য় ছেলে মো.মজিবুর রহমান(৪৫) । মুঠোফোনে মৃত ব্যাক্তির রুমমেটের কাছ থেকে জানা যায় গততিন দিন ধরে হালকা জ্বরে ভুগতেছিলেন কার থেকে শ্বাস কষ্ট দেখা দিলে কোম্পানিতে ফোন করি তখন কোম্পানিতে জানানো হয় এম্বুলেন্স পাঠানো হচ্ছে ওকে হাসপাতালে ভর্তি করা হবে, তখন আমরা তাকে বলি গোসল করে তৈরি হও এম্বুলেন্স আসছে তখন সে বসা দাড়াতে গিয়ে পড়ে যায় এবং সাথে সাথে মৃত্যু বরন করে। করোনা হয়েছে কিনা জানতে চাইলে বলে পোস্ট মর্টিন রিপোর্ট আসলে বলা যাবে।
মৃত্যু ব্যাক্তির ২ মেয়ে ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে।
Leave a Reply