মোঃ আলমগীর হোসেন রিপোর্টারঃ
খোরশেদ ভাইয়ের দৃপ্ত নেতৃত্বে স্লোগামে মুখরিত নগরী কেন্দ্রীয় বিএনপি ও যুবদলের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলার তীব্র প্রতিবাদে আজ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলের সামনের সারিতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সংগ্রামী ও বিপ্লবী সভাপতি এবং নাসিক ১৩ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর **মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ভাই**। তাঁর দৃপ্ত নেতৃত্ব, শক্ত কণ্ঠস্বর এবং কর্মীদের ঐক্যবদ্ধ উপস্থিতিতে স্লোগামে মুখরিত হয়ে ওঠে সমগ্র এলাকা।
উক্ত কর্মসূচিতে আরও সংযুক্ত হন সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক *জুয়েল প্রাদান ভাই* এবং থানা যুবদলের নিবেদিতপ্রাণ যুগ্ম সাধারণ সম্পাদক, দলিল লেখক মোঃ ইকবাল হোসেন ভাই। তাঁদের নেতৃত্বে থানা যুবদলের অসংখ্য নেতাকর্মী উচ্ছ্বাস, শক্তি ও ঐক্যের প্রতীক হয়ে মিছিলে অংশ নেন।
মিছিল জুড়ে ধ্বনিত হয় একটি ঘোষণাই— “মিথ্যা মামলা আর নয়! অবিলম্বে সব মামলা প্রত্যাহার করতে হবে!”
এটাই ছিল কর্মসূচির মূল দাবি— **কেন্দ্রীয় বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দসহ সকল নিরপরাধ নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা, ষড়যন্ত্রমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দ্রুত প্রত্যাহার। মোঃ রবিউল ইসলাম (বাবু) সহ-সাধারণ সম্পাদক, ২ নং ওয়ার্ড বিএনপি সাবেক সহ-ক্রীড়া সম্পাদক, ২ নং ওয়ার্ড যুবদল