সুমন খান:
রাজধানীর মিরপুরের ঐতিহ্যবাহী কাঁচামালের আড়ৎ এর একাংশ অবৈধ উচ্ছেদের অপচেষ্টার বিরুদ্ধে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (২৫ জুলাই২০২৫) ইং সকাল ১০ টায় শাহ্আলী বাগদাদী মাজার শরিফের পিছনে শহিদ বুদ্ধিজীবী কবর স্থান গেট সংলগ্নে ‘সুলতানুল শাহ্ আলী বাগদাদী আড়ৎ মালিক ব্যবসায়িক সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে মধ্যে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনের জানা গেছে, মিরপুরের ঐতিহ্যবাহী কাঁচামালের আড়ৎ ঢাকা মিরপুর শহরে অতিমাত্রায় সু-পরিচিত একটি নাম । উক্ত আড়ৎ ব্যবসায়ে-রত সুলতানুল শাহ্ আলী বাগদাদী আড়ৎ মালিক ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ যাহার গভঃ রেজী: নং-০০১১২/২৩ এর সদস্যগণ দীর্ঘদিন যাবত শান্তিপূর্নভাবে দেশীয় ফল ফলাদি মরিচ ও পিয়াজ, আদা, রসুন, আলুর আড়ৎদারী করে আসছে দীর্ঘদিন যাবত । অথচ উক্ত আড়ৎ এর ভূমি যথাযথভাবে মাজার কর্তৃপক্ষ কর্তৃক নন জুডিশিয়াল স্টাম্পের মাধ্যমে উচিৎ বাজার দর অনুযায়ী চুক্তিবদ্ধ হয়ে বরাদ্দপত্র মোতাবেক ব্যবসা করে প্রতিদিন ধার্য্যকৃত মাটি ভাড়া রশিদ মূলে জমা দান করে আসছে। গত ১৭/০৭/২০২৫ ইং তাং জেলা প্রশাসক ঢাকার স্বাক্ষর যুক্ত সাদা কাগজে সিল সাপ্পর ব্যাতিত কাগজে লিখে গণ বিজ্ঞপ্তি টানিয়ে মাজার কর্তৃক মাইকিং করে বিজ্ঞপ্তিতে দিনক্ষন উল্লেখ না করে নোটিশ টাঙ্গিয়ে দেয়। উক্ত নোটিশ পেয়ে সমিতির পক্ষে কোষাধ্যক্ষ মোঃ সেন্টু বিজ্ঞ ১ম সহ: জজ আদালত ঢাকা, দেওয়ানী মোকদ্দমা নং ২৬৯/২৫ দায়ের করে, তাং-২২/০৭/২০২৫ ইং যাহা নিষেধাজ্ঞার মামলা। উক্ত মামলা চলমান অবস্থায় যাতে ব্যবসায়ীদের কোন উচ্ছেদ ও হয়রানী করতে না পারে সে লক্ষে মানববন্ধন ও বিক্ষোভ করেন।
উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে সুলতানুল শাহ্ আলী বাগদাদী আড়ৎ মালিক ব্যবসায়িক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল কাদের রিপনের সভাপতিত্বে, ও আড়ৎদার ব্যবসায়ী এনামুল হক মৃধার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সহ সাধারণ সম্পাদক এখলাছ, কোষাধ্যক্ষ সেন্টু, তপন ভুইয়া, আকতার, আনোয়ার, মিন্টুসহ ব্যাবসায়িক ও আড়ৎদারগন।
তাদের বক্তব্যই বলেন যে কোন চক্র মহল আমাদেরকে উচ্ছেদ ও নির্মূল করার জন্য উঠেপড়ে লেগেছ। শুধু তাই নয় তারা হল ফ্যাসিস্ট সরকারের কিছু দালাল চক্র তারা আমাদেরকে হেয়া পূর্ণ করার জন্য চেষ্টা চালাচ্ছে। শুধু তাই নয় এই মাজারে কেন্দ্র করে তারা রাম রাজ্য কায়েম করার জন্য পায়তারা ,করার জন্য প্রতিনিয়ত আমাদেরকে হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন। এক মানববন্ধনে আড়ৎ ব্যবসায়ীরা বলেন ডিসি সাহেবকে আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দেখার জন্য অনুরোধ করা হলো।
Leave a Reply