ঢাকা জেলা ষ্টাফ রিপোর্টার:
সৈয়দ উসামা বিন শিহাব।
রাজধানীর মিরপুর ১২ নম্বরে সাউথ পয়েন্ট বিল্ডিং-এর নিচে পুলিশ বক্স সংলগ্ন স্থানে গ্রীন বাংলাদেশের উদ্যোগে ‘গ্রীন শেয়ারিং ছাদ’ নির্মাণ প্রকল্প নিয়ে এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি বিকাল ৪টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত চলে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন বাংলাদেশের গ্রুপ প্রধান এ বি এম বিল্লাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সাইফুল সরকার, সোহেল বেপারী, কৃষিবিদ মর্জিনা, মোহাম্মদ আসলাম, মোহাম্মদ মামুন ও মিসেস মরিয়ম।
গ্রীন বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, নগরীর পরিবেশগত ভারসাম্য রক্ষা, সবুজ ছাদ তৈরির মাধ্যমে অক্সিজেন বৃদ্ধির পাশাপাশি মানুষের মাঝে সচেতনতা গড়ে তুলতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।