সিনিয়ার রিপোর্ট
সালেহ আহমদ
ঢাকা: আজ সকালে রাজধানীর মিরপুর ১০-এর সেনপাড়া পর্বতা কাজীপাড়ার একটু আগে চাঁদার দাবিতে সন্ত্রাসীরা একটি গাড়িতে অগ্নিসংযোগ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদার দাবিতে বিভিন্ন পরিবহন শ্রমিক ও সংশ্লিষ্টদের হুমকি দিয়ে আসছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মাসেই চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এক চেকারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় আজকের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দোষীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছ।