নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মিরপুর-১ সোনালী ব্যাংক পিএলসি শাখা থেকে ড্রাইভার মনির হোসেনের ১ লাখ ৭৪ হাজার টাকা চুরি হয়েছে। গত ১৭ আগস্ট দুপুরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মনির হোসেন জানান, তিনি দীর্ঘদিনের সঞ্চয়কৃত টাকা ডিপোজিট করতে ব্যাংকে যান। জমার ফরম পূরণের সময় তিনি টাকা ভরা ব্যাগটি টেবিলে রেখে দেন। এ সময় তিনজন অজ্ঞাত ব্যক্তি ব্যাংকের ভেতরে প্রবেশ করে। তাদের একজন মনিরের পাশে দাঁড়িয়ে চুপিসারে ব্যাগটি নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর টাকার ব্যাগ খুঁজে না পেয়ে তিনি ঘটনাটি বুঝতে পারেন।
পরে ব্যাংকের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, চুরির ঘটনায় জড়িতদের মধ্যে একজন বয়োবৃদ্ধা নারীও ছিলেন। তিনি মনির হোসেনের পাশে বসা অবস্থায় ফুটেজে ধরা পড়েন।
ঘটনার পরপরই মনির হোসেন মিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
তদন্তকারী কর্মকর্তা এসআই রোকন বলেন- প্রাথমিকভাবে মনে হয়েছিল তারা ভুলবশত টাকার ব্যাকটি নিয়ে যায়, কিন্তু ভুলে নিলেও টাকার ব্যাগে তার টিন সার্টিফিকেট ছিল। সেও তো সে টাকাটা ভুক্তভোগীকে দিয়েও দিতে পারতো। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।