স্টাফ রিপোর্টার: রাসেল
রাজধানীর মিরপুর থানার ১২ নং ওয়ার্ডে সেচ্ছাসেবক দলের নেতা নাজমুলের ওপর আওয়ামী সন্ত্রাসী গ্রুপ অতর্কিত হামলা চালিয়েছে।
ঘটনাটি ঘটে ধানখেতের মোড় এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকা অবস্থায় নাজমুলের ওপর হঠাৎ করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়।
হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে গুরুতর জখম করে। নাজমুল মাটিতে পড়ে গেলে চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসে। স্থানীয়রা আহত নাজমুলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এলাকাবাসী জানিয়েছেন, এই গ্রুপটি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। তারা নিরীহ মানুষকে ভয় দেখিয়ে চাঁদাবাজি করে ও রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলা চালায়।
একজন এলাকাবাসী বলেন,
> “আমরা শান্তিতে থাকতে চাই। এই সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা চাই।”
এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী পুলিশ প্রশাসনের কাছে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।