রাজধানীর মিরপুর ১১ নম্বরের মিল্লাত ক্যাম্পে কয়েকদিন ধরে তীব্র পানির সংকটে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। টানা পানির অভাবে নারী-শিশুসহ ক্যাম্পের মানুষজন হাহাকার করছে।
পানি সংকট নিরসনের দাবিতে কয়েকদিন আগে মিল্লাত ক্যাম্পের ভুক্তভোগী মানুষজন মানববন্ধন করেন। এসময় সেনাবাহিনীর দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে তাদের সরিয়ে দিতে লাঠিচার্জ করে। এতে মানববন্ধন ছত্রভঙ্গ হয়ে যায় এবং আতঙ্ক সৃষ্টি হয় এলাকাজুড়ে।
স্থানীয়রা অভিযোগ করেন, পানি সংকট সমাধান না করে উল্টো তাদের ন্যায্য দাবির আন্দোলনকে দমন করা হয়েছে। এতে ক্ষোভ ও হতাশা আরও বেড়েছে ক্যাম্পের বাসিন্দাদের মধ্যে।