এস এম রফিক স্টাফ রিপোর্টার
রাজধানীর মিরপুর-১২ মেট্রো স্টেশন এলাকার সামনে হঠাৎ ককটেল বিস্ফোরণে রাতের নীরবতা মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যায়।
রোববার রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে দুর্বৃত্তরা সড়কের মাঝ বরাবর একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
বিস্ফোরণের শব্দে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারীরা ছুটোছুটি শুরু করলে মুহূর্তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। তবে সৌভাগ্যবশত ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে পল্লবী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। কারা, কোন উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটিয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ।
হঠাৎ এই বিস্ফোরণকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাড়তি সতর্ক অবস্থায় রয়েছে।