ময়মনসিংহ জেলার সকল মিল ফ্যাক্টরি মালিকদের দৃষ্টি আকর্ষণ করছি,আমাদের সকলের দাবি আপনাদের কাছে,,বিশুদ্ধ করণ পদ্ধতি করে নদীতে পানি অবতরণ করতে হবে নদীতে অন্যথায় পানি নদীতে ছাড়তে পারবেন না,,
------------------------------------------------------------
এতিম নদীটি কে বাঁচানোর জন্য কি বাবা-মা কেউ নেই ।
গাজীপুর জেলা ও ময়মনসিংহ জেলার মধ্য প্রান্তে নদীতে সচ্ছ টলটলে পানির প্রবাহ নিশ্চিতের দাবিতে গাজীপুরের শ্রীপুর উপজেলা এবং ময়মনসিংহের পাগলা থানার সীমানায় দুই জেলার মধ্যে সুতিয়া/ক্ষিরু নদীর ত্রি-মোহনায় অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলে ঐক্যবদ্ধ ভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
অত্র এলাকার জনগণ সকলের একটি মাত্র দাবি এই নদী কে বাঁচাতে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন ,
মাননীয় সংসদ সদস্য এমপি মহোদয়ের ভাবেল ভাই, গফরগাঁও উপজেলা আপনার সু-দৃষ্টি আকর্ষণ করছি।
মাননীয় সংসদ সদস্য জনাব মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ ভাইয়ে সু-দৃষ্টি আকর্ষণ করছি ,,
এখানে দীর্ঘদিন আন্দোলন করে প্রচার প্রচারণা করেও কোনো সুফল কেউ পায়নি চলছে এভাবে চলবে, যেন এতিম সন্তান যেমন লালন-
পালন করে তেমনি মনে হয় এই নদীটি কোন বাবা-মা কেউ নেই ,
এই কারণে মনে হয় এই নদীটি বেওয়ারিশ বলে মনে করি ।
এই নদী থেকে কেউ কোন প্রকার মাছ ধরতে পারে না, গোসল করতে পারে না ,নদীর পানি ব্যবহার করলে কৃষকের শরীরের মাঝে হাতে পায়ে বিভিন্ন প্রকার চুলকানি হয়ে যায়,,
এত সুন্দর এই নদীতে থাকা মাছ গুলি মাঝে মাঝে শুনতে পাই নদীর কিনারে ছোট ছোট বড় সকল প্রকার মাছ গুলো লাফিয়ে লাফিয়ে উঠে মরে যায় , আবার মাঝে মাঝে দেখা যায় নদীতে মাছ অটোমেটিক্যালি বেসে উঠে তখন দেখে খুব কষ্ট হয় ।।