ফয়জুল্লাহ স্বাধীন,স্টাফ রিপোর্টার :
জনসাধারণের জান-মালের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং আইন-বহির্ভূত কার্যক্রম দমন করতে পেশাদারিত্বের সাথে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ১১টায় সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের একটি ইউনিট শাহ আলী থানার অন্তর্গত মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স এলাকায় অভিযান চালায়।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মুহাম্মাদ জুম্মন (৬৮) নামে একজন শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুম্মনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
গ্রেফতারের পর জুম্মনকে আইনানুগ প্রক্রিয়ার জন্য শাহ আলী থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশব্যাপী শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।