 
																
								
                                    
									
                                 
							
							 
                    
মুজিববর্ষে কেউ গৃহ ও ভূমিহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অঙ্গিকার বাস্তবায়নে ‘ আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায়, অসহায় পরিবারের মাঝে, দ্বিতীয় ধাপের কার্যক্রমের আজ বাস্তবায়ন হলো।
রোববার (২০ জুন) সকাল ১১টার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দ্বিতীয় ধাপে ভূমিহীন-গৃহহীন, ছিন্নমূল এসব পরিবারকে বিনামূল্যে দুই শতক জমিসহ সেমিপাকা ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন।
গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সারাদেশের ৪৫৯টি উপজেলা প্রান্তে ভার্চুয়ালি অনুষ্ঠানে সংযুক্ত থেকে ৫৩ হাজার ৫১৪টি পরিবারের মধ্যে দুই শতক জায়গার ওপর নির্মিত সেমিপাকা বাড়ির জন্য, স্বামী ও স্ত্রীর যৌথ নামে করা রেজিস্ট্রি দলিল অসহায় মানুষের হাতে তুলে দেয়া হলো।
এ আওতায় এর প্রথম পর্যায়ে গত ২৩ জানুয়ারি দুই শতাংশ জমির সঙ্গে ঘর পেয়েছিলেন সারাদেশের ভূমি ও গৃহহীন প্রায় ৭০ হাজার পরিবার।
এক সঙ্গে এত মানুষকে বিনামূল্যে বাড়ি-ঘর দেয়ার ঘটনা পৃথিবীতে নজিরবিহীন। মুজিববর্ষে অর্থাৎ আগামী ডিসেম্বরের মধ্যে আরও এক লাখ ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও ঘর উপহার দিয়ে স্থায়ী ঠিকানা প্রদানের টার্গেট রয়েছে সরকারের।
 
 
                                                
Leave a Reply