মুন্সিগঞ্জ সদর উপজেলা পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর সেতুর উপর একটি মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় মোটর সাইকেলটি সেতুর রেলিংয়ের সাথে ধাক্কা খেয়ে মোটর সাইকেলের দুই আরোহী নিহত হন। তারা হলেন ওমি (২২) পিতা- আলমাস কাজী ,আজমুল হোসেন সায়র (১৮) পিতা- মৃত সায়র । ওমির বাসা মুন্সিগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়নের ভিটিহোগলা গ্রামে বাসিন্দা ও আজমুলের বাসা নারায়ণগঞ্জের ফতুল্লা পঞ্চবটি এলাকা। বৃহস্পতিবার দুপুর ১টার সময় মুক্তারপুর সেতুতে এঘটনাটি ঘটে।
মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)আবু বক্কর সিদ্দিক জানান, ওমি ও সায়র মোটর সাইকেল মাধ্যমে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের আসার পথে মুক্তারপুর সেতুর উপর উঠে বেপরোয়া গতিতে চালাচ্ছিলো আরোহী।
এসময় সেতুর উপর একটি প্রাইভেটকারকে ওভারটেক করতে গিয়ে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ডান পাশের রেলিংয়ে ধাক্কা খেয়ে আরোহী দুই জন ছিটকে পড়ে যায় এবং সায়র ঘটনারস্থলে মাথায় প্রচন্ড আঘাতে নিহত হন। ওমিকে আশষ্কাজনক অবস্থায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়ার পর সে মারা যায়।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর ট্রাফিক ইন্সপেক্টর বজলুর রহমান জানান , পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজন নিহত ও হাসপাতালে অপরজনের মৃত লাশ উদ্ধার করে। দুইজনের লাশ বর্তমানে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে আছে।
Leave a Reply