মুন্সিগঞ্জের ডিবি পুলিশ অভিযানে বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে মুন্সীগঞ্জ সদর চরাঞ্চলে খাসকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত নিয়মিত মাদক ব্যবসায়ী মোহাম্মদ মজিবর ঢালী (৫১) আটক করে । এসময় তার কাজ থেকে ৫০ গ্রাম গাঁজা ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।
পিতা-মৃত আব্দুল খালেক ঢালীর পুত্র মো.মজিবর । মজিবর ঢালী একজন নিয়মিত মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী বলিয়া এলাকাবাসী জানায়। তার বিরুদ্ধে ইতিপূর্বে একের অধিক মামলা আছে। আসামির বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।