মুন্সীগঞ্জে নৌ পুলিশের বিশেষ অভিযানে ৬৮০ পাউন্ড অবৈধ কারেন্ট জাল, ৬ হাজার পিস ববিন ও ৬ হাজার ১ শ’ পিস রেল জব্দ করা হয়েছে। এসব জাল, রেল ও ববিনের আনুমানিক মূল্য ৭ লাখ ৩ হাজার টাকা। শনিবার সকাল ৭ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর জেলে পাড়া এলাকায় অবৈধ কারেন্ট জালের কারখানায় মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ মো. কবির হোসেন খাঁনের নেতৃত্বে অভিযান চালানো হয়। পরে মালিকবিহীন অবস্থায় এসব মালামাল জব্দ করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় নৌ পুলিশ।