মুন্সীগঞ্জ সদর খানকা দালাল পাড়া গুল এ নুর সোহরাবিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ( এতিমখানা) এম.ডি বুলবুল ভুইয়ার নিজ উদ্যোগে অর্ধশত বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ মে) দুপুর ৩ টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার খানকা দালালপাড়া গুল,এ নুর সোহরাবিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় অর্ধশত বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন জাপান প্রবাসী এম.ডি বুলবুল ভুইয়া, মুন্সীগঞ্জ শিল্পাঞ্চল শ্রমিকলীগের সভাপতি আবুল কাসেম, প্রবীন আওয়ামীলীগ মীর কাঞ্চন, মিয়াজাকি ইউকি, বাবুল ভূইয়া, লিয়াকত ভুইয়া, ইসমাইল, আরিফ প্রমুখ।
জাপান প্রবাসী এম.ডি বুলবুল ভুইয়া বলেন, সামাজে যারা বিত্তবানরা আছেন এই সমস্ত ছেলে মেয়েদের পাশে দাঁড়ান । আপনারা যদি এদের পাশে দাঁড়ান তাহলে এই ছেলে মেয়েরা অনেক দুর এগিয়ে যেতে পারবে। এতিমখানা যেখানে আছে আমরা যার যার যততুটু ক্ষমতা আছে ওদের পাশে দাঁড়ায় তাহলে ওরা আগামী দিনের ভালো কিছু অর্জন করতে পারবে।
Leave a Reply