মুন্সীগঞ্জের আধারায় দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় ডিবির অভিযানে ৩জনকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার গভীর রাতে মুন্সীগঞ্জের চরাঞ্চলের আধারা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দক্ষিণ আধারা গ্রামের আমিন উদ্দিন সরকারের ছেলে মোঃ মনির সরকার (৪৫), ফজল হক মাঝির ছেলে মোঃ বিল্লাল মাঝি(৩৮) ও শিলই এলাকার আমজাদ মোল্লার ছেলে রাজন মোল্লা (২০) কে গ্রেফতার করে।
মুন্সীগঞ্জ ডিবি অফিসার ইনচার্জ মোজাম্মেল হক (মামুন) জানান, আসামি বিল্লাল চরাঞ্চলের ত্রাস, ককটেল প্রস্তুতকারী এবং বিক্রেতা বদু ও বুদার আপন ভাই বলে জানা যায়। আসামীদেরকে মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তারা মুন্সীগঞ্জ সদর থানার বিভিন্ন মামলার আসামি বলিয়া জানা যায় ।আসামিদেরকে নিয়মিত মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply