মুন্সীগঞ্জে নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপন করেছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বুধবার সকালে সদর উপজেলার বজ্রযোগীনীতে বাংলার মহাপন্ডিত অতীশ দীপংকর জন্মভিটা ( অতীশ দীপংকর মেমোরিয়াল কমপ্লেক্সে) শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন হয়। এতে বুদ্ধ পূঁজা, প্রার্থনা, সুত্রপাঠ এবং ধ্যান করা হয়।
এতে পুরোহিত্য করেন অতীশ দীপংকর মেমোরিয়াল কমপ্লেক্সের অধ্যক্ষ ভদন্ত করুনানন্দ থেরো, ভদন্ত প্রিয়বংশ ভিক্ষু, প্রকৌশলী ভবেশ কান্তি চাকমা, বিশিষ্ট কবি অভিজিৎ বড়ুয়া বিভু, এছারাও অনেক বৌদ্ধ ভক্ত প্রান ব্যক্তিমন্ডলী উপস্থিত ছিলেন। এতে বিশ্বের সকল প্রাণীর সুখ ও সমৃদ্ধ কামনা কমনা করা হয়।
এছাড়াও বিকালে স্বাস্থ্য বিধি মেনে স্বল্প পরিসরে আলোচনা সভা হয়। অনান্য সময় দিনভর বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীরা দিনটি পালন করে। করোনার কারণে এবার এ উৎসবটি অনাড়ম্বরভাবে উদযাপিত হয়। এছাড়া, বৌদ্ধ সম্প্রদায়ের বাড়িতে বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
উল্লেখ্য ,খ্রিস্টপূর্ব ৬০০ অব্দে আজকের নেপালের কপিলাবস্তুনগরের কাছের লুম্বিনি উদ্যানে জন্ম নেন গৌতম বুদ্ধ। সে হিসেবে বুধবার (২৬ মে) ২৫৬৫ বুদ্ধবর্ষ শুরু হলো। ৫৪৪ খ্রিস্টপূর্বাব্দে কুশিনগরের মল্ল রাজাদের শালবনে ৮০ বছর বয়সে তিনি মহাপরিনির্বাণ লাভ করেন।