জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে মোমবাতি প্রজ্জ্বলন ও দৃষ্টিনন্দন আতশবাজি ফোটানো হয়েছে। বুধবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ সুপার মার্কেট মুক্তিযুদ্ধ ভাষ্কর্যে আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। এসয়ম উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আল-মাহমুদ বাবু, শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন কল্লোল, জেলা মহিলা যুবলীগের সভাপতি মোর্শেদা বেগম লিপি, জেলা যুবলীগের সহ-সভাপতি মো. মোয়াজ্জেম, শ্রমিক নেতা মো. আবুল কাশেম, , সাবেক কাউন্সিলর জাকির হোসেন, শিক্ষক সাবেরা বেগম, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক আপন দাস, সদর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক হুমাইরা আক্তার রিমা সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।