জাতীয় শোক দিবস উপলক্ষে মুন্সীগঞ্জ জেলার ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে আয়োজিত স্মরণসভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে অংশগ্রহণ করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ মোঃ মহিউদ্দিন।
জাতীয় শোক দিবসে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্জ মোঃ মহিউদ্দিন বলেন, বঙ্গবন্ধুর হত্যার নেপথ্যে যারা ষড়যন্ত্রকারী ছিলেন। তাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে তৃণমুল পর্যায়ের নেতাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
দিনব্যাপী শোক দিবসের কর্মসূচিতে আরোও অংশগ্রহণ করেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আনিছ উজ্জামান আনিছ, মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট সোহানা তাহমিনা, জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য মোঃ সাইফুল বিন সামাদ শুভ্র, মুন্সীগঞ্জ মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট সামছুন নাহার শিল্পী, মুন্সীগঞ্জ সদর থানা আওয়ামীলীগের কার্যকরী সদস্য সারোয়ার হোসেন নান্নু, কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোক্তার হোসেন, পঞ্চসার ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মোস্তফাসহ বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ।
Leave a Reply