মুন্সীগঞ্জের স্থানীয় দৈনিক রজতরেখা পত্রিকার নির্বাহী সম্পাদক মাহমুদুল হাসান সাদির বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে পত্রিকাটির সম্পাদক সহ জেলায় কর্মরত এই পত্রিকাটির গণমাধ্যম কর্মিরা। রবিবার দুপুরে সাড়ে ১২টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবে শফিউদ্দিন মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে অনতিবিলম্ভে ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহারের জোর দাবী জানিয়েছন ভুক্তভোগীরা সহ উপস্থিত সাংবাদিকরা।
পত্রিকাটির সম্পাদক এ্যাডভোকেট শাহীন মোহাম্মদ আমানউল্লাহ বলেন, ভুক্তভোগী (নির্বাহী সম্পাদক) মাহমুদুল হাসান সাদী একজন মেধাবী ও তরুণ সাংবাদিক বিভিন্ন সময় নানা অপরাধ মূলক কর্মকান্ডে সংবাদ প্রকাশের জের ধরে একটি মহল তার সুনাম খুন্ন করার লক্ষে বিভিন্ন ভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারই ধারাবাহীকতায় তার বিরুদ্ধে একটি হয়রানি মূলক মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরোও বলেন, প্রতিপক্ষ মামলার বাদী লতিফ হালদার থানায় অভিযোগ দিলে কোন প্রকার তদন্ত ছাড়াই নির্বাহী সম্পাদক মাহমুদুল হাসান সাদীকে আসামী করা হয়। তাই অতিদ্রুত পুলিশের সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই মামলা প্রত্যাহারের দাবী জানান ।
এ সময় সংবাদ সম্মেলনে আরোও উপস্থিত ছিলেন, পত্রিকাটির সম্পাদক এ্যাডভোকেট শাহীন মোহাম্মদ আমানউল্লাহ, প্রেসক্লাবের সাধারণ ও পত্রিকাটির উপসম্পাদক সম্পাদক মামুনুর রশীদ খোকা সহ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য: গত ২৩ এপ্রিল সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়ানের ছোট মোল্লাকান্দি ও খাসকান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি সংর্ঘষে ঘটনা ঘটে। সেই সংর্ঘষের ঘটনায় জড়িত থাকার অভিযোগ এনে দৈনিক রজতরেখা পত্রিকার নির্বাহী সম্পাদক মাহমুদুল হাসান সাদীকে আসামী করে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।