জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে মোংলা আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০টায় এলাকার বিভিন্ন এতিম খানা ও দু:স্থ অসহায় মানুষের মাঝে খাদ্য সামাগ্রী বিতরণ করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পৌর শহরে র্যালি বের করে আওয়ামীলীগের নেতৃবৃন্দরা। স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ সম্মিলিত ভাবে র্যালীসহকারে পৌর শহরের দলীয় কার্যলয়ে এসে জমা হয়। পরে র্যালী সহকারে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় দলীয় কার্যলয়ের সামনে এসে শেষ হয়। র্যালী শেষে দলীয় কার্যলয়ে এক আলোচনা সভার আয়োজন করে দলের নেতাকর্মীরা।
আলোচনা শেষে জাতীয় এ শোক দিবস উপলক্ষে বাগেরহাট-২ আসনের এমপি শেখ সাহরান নাসের তন্ময়’র উদ্যোগে জাতীর পিতা জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছাসহ পরিবারের সকল শহীদদের স্বরনে দোয়া মোনাজাতের আয়োজন করেন। পরে অসহায় এতিম ও দুঃস্থ গরিব মানুষের মাঝে তার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করে দলের স্থানীয় নেতৃবৃন্দরা। মোংলা পৌর আ’লীগ’র সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার, দপ্তর সম্পাদক অম্বরিশ রায়, সেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেল, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, সুন্দরবন ইউনিয়নের নব নির্বাচিত চেয়্যারম্যান একরাম ইজারাদার, উৎপল মন্ডল, যুব মহিলা লীগের সভানেত্রী সুমি লীলা, ভাইস চেয়্যারম্যান মোঃ ইকবাল হোসেন ও মোংলা পৌর
যুবলীগ নেতা মোঃ জলিল শিকদার, থানা যুবলীগ নেতা মোঃ সাদ্দাম হোসাইন সহ অনেকে। এছাড়ার মোংলা পোর্ট পৌর সভার সকল কাউন্সিলর বৃন্দ সহ মোংলা উপজেলা ও পৌর আওয়ামীলীগের অংঙ্গ সংগঠনের কর্মী সমর্থকসহ অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
সভাটি সঞ্চালনা করেন মোংলা পৌর যুবলীগের আব্দুর রাজ্জাক রাসেল।
Leave a Reply