মৌলভীবাজারের কমলগঞ্জে মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আজ ১৬ আগস্ট ২০২১ সোমবার বিকেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়।
মুসলিম এইড কমলগঞ্জ শাখার সিনিয়র শাখা ব্যবস্থাপক শেখ মইনুল হাসান এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ সমাজসেবা কর্মকর্তা প্রানেশ চন্দ্র বর্মা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রফিকুল ইসলাম রুহেল।
অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন রফিকুল ইসলাম প্রোগ্রাম সুপারভাইজার মুসলিম এইড কমলগঞ্জ শাখা ও গীতা থেকে পাঠ করেন অর্জুন শর্মা নিধু।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির প্রানেশ চন্দ্র বর্মা বক্তব্যে বলেন, আগস্ট মাস আমাদের জন্য একটি শোকের মাস। যে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশের মানষ দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জন করে একটি স্বাধীন দেশ ও লাল সবুজের পতাকা। কিন্তু ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট তাকে সপরিবারে হত্যা করা হয়। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। তাই বঙ্গবন্ধু যে একজন মহান নেতা সেই ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে। তারই যোগ্য উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। মুসলিম এইড বাংলাদেশকে এই সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ। তিনি মুসলিম এইডের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
এ সময় বিশেষ অতিথির মোঃ রফিকুল ইসলাম রুহেল বক্তব্যে বলেন, মুসলিম এইড বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ মানুষের আর্থসামাজিক উন্নয়ন এবং স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ অবদান রাখছে। তিনি সরকারি নির্দেশনা মেনে ও করোনা ভাইরাসের বিস্তার রোধে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য উপস্থিত সবাইকে অনুরোধ করেন।
এই আলোচনা অনুষ্ঠান শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন ভানুগাছ চৌমুহনী জামে মসজিদের খতিব হাফেজ মোঃ আব্দুস সালাম।
সবশেষে অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথির উপস্থিতিতে সবাইকে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
Leave a Reply