কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে নেত্রকোণায় সারাদেশের ন্যায় গণটিকার কার্যক্রম শুরু হয়েছে। জেলার প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ সকাল ৯টা থেকে নির্ধারিত টিকা কেন্দ্রে উপস্থিত হয়। তারা উৎসবমুখর পরিবেশে এনআইডি কার্ড প্রদর্শন করেন এবং রেজিস্ট্রেশন করে টিকা গ্রহণ করেন।
আজ ০৭ আগস্ট, ২০২১ তারিখ সকালে নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার খলিশাউড়া ইউনিয়নের পাবই উচ্চ বিদ্যালয় টিকা কেন্দ্র পরিদর্শন করেন মান্যবর ময়মনসিংহ বিভাগীয় কমিশনার স্যার জনাব মোঃ শফিকুর রেজা বিশ্বাস। এ সময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজি মোঃ আবদুর রহমান, সিভিল সার্জন ডা. মো. সেলিম মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, উপজেলা নির্বাহী অফিসার মিজ্ উম্মে কুলসুমসহ অন্যান্য সুধীজন উপস্থিত ছিলেন।
এছাড়া জেলা প্রশাসক জনাব কাজি মোঃ আবদুর রহমান নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নে টিকা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় নেত্রকোণা সিভিল সার্জন, সদর উপজেলা নির্বাহী অফিসার মি্জ মাহমুদা আক্তার উপস্থিত ছিলেন।
Leave a Reply