নিজস্ব প্রতিবেদক
যশোরের বেনাপোলে ক্যান্সার রোগীর স্বজনের কাছে চাঁদা দাবি গ্রেফতার ২
ভারতগামী ক্যান্সার রোগীর স্বজনের কাছ থেকে চাঁদা আদায়ের ঘটনায় বেনাপোল বর্ডার থেকে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২২ নভেম্বর) দুপুর ১টার দিকে তাদের আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন ছোটআঁচড়া গ্রামের দাউদ হোসেনের ছেলে ইব্রাহিম হোসেন সাগর (৩১) এবং বড়আঁচড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোঃ বাবু হোসেন (৩০)।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. রাসেল মিয়া দৈনিক মাতৃজগতকে জানিয়েছেন, একটি ক্যান্সার রোগীর স্বজন ভারতগামী পাসপোর্ট যাত্রী ছিলেন। ওই যাত্রীর কাছ থেকে চাঁদা দাবি করার অভিযোগে এই দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় এলাকাবাসী পুলিশি অভিযানের প্রশংসা করেছেন এবং বেনাপোল বর্ডারে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।