মোঃ রফিকুল ইসলাম সবুজ নিজস্ব প্রতিবেদক, যশোর | ২৩ আগস্ট ২০২৫
যশোর জেলার ছয়টি সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রাখা এবং আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
শনিবার বিকেলে কেশবপুর উপজেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে এক সমাবেশে মিলিত হয়। এতে শত শত নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ। তিনি অভিযোগ করেন, “আসন পুনর্বিন্যাসের নামে নির্বাচন কমিশন গণতান্ত্রিক পরিবেশ নষ্টের চেষ্টা করছে। জনগণের ভোটাধিকার রক্ষায় যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দল রাজপথে থাকবে। ফেব্রুয়ারির প্রথমার্ধেই গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে।”
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি প্রভাষক আলাউদ্দিন আলা, যুগ্ম সম্পাদক আলমগীর সিদ্দিক, পৌর যুবদলের সদস্যসচিব মেহেদী হাসান বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুল, জেলা ছাত্রদলের সহসভাপতি মেহেদী হাসান হিমেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজসহ অনেকে।
মিছিল থেকে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন—
“সীমানা পরিবর্তনের ষড়যন্ত্র চলবে না”
“ফেব্রুয়ারির প্রথমার্ধেই চাই নির্বাচন”
“নিরপেক্ষ সরকারের অধীনে ভোট চাই”
তাদের দাবির মধ্যে প্রধান ছিল:
১. যশোরের ছয়টি আসনের সীমানা অপরিবর্তিত রাখা।
২. ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন আয়োজন।
৩. নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের পরিবেশ সৃষ্টি।
এর আগে ২২ আগস্ট যশোর শহরে স্বেচ্ছাসেবক দল বকচর থেকে মনিহার পর্যন্ত বিক্ষোভ মিছিল করে। একই দিন সন্ধ্যায় জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে মশাল মিছিল বের করে। সব কর্মসূচিতেই ছয় আসনের সীমানা অপরিবর্তিত রাখা ও নিরপেক্ষ নির্বাচনের দাবিই ছিল মূল বিষয়।
নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলোকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।