যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়ের নির্দেশক্রমে মাদক ও চোরাচালান মুক্ত যশোর জেলা গঠনের লক্ষ্যে এএসপি নাভারন সার্কেল ও অফিসার ইনচার্জ শার্শা থানা, যশোরের সার্বিক তত্ত্বাবধানে, এএসআই(নিঃ)/মোঃ মাসুম বিল্লাহ্, শার্শা থানা, যশোর সঙ্গীয় ফোর্সের সহায়তায় ইং ০২/০৩/২০২১ তারিখ শার্শা থানাধীন ছোট মান্দারতলা বাজারস্থ জনৈক রমজান আলীর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১. মোছাঃ বিথী বেগম @ পাখি (৩০), স্বামী/স্ত্রী- মোঃ ফিরোজ শেখ স্থায়ী : গ্রাম- রেলগেট (চোরমারা দিঘিরপাড়া) , উপজেলা/থানা- কোতয়ালী, যশোর, বাংলাদেশ ২. সুমা খাতুন (৩২), স্বামী/স্ত্রী- সেলিম রেজা স্থায়ী : গ্রাম- শংকরপুর (আশ্রমরোড) , উপজেলা/থানা- কোতয়ালী, যশোরদ্বয়ের দখল হইতে ২৫ (পচিশ) বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেন। উক্ত বিষয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা রুজু হয়।
Leave a Reply