মোঃ রফিকুল ইসলাম (সবুজ)
যশোর প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর সদর-৩ আসনের পীর সাহেব মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা শোয়াইব হোসেন আজ সোমবার এক মহাসমারোহে মোটরসাইকেল ও গাড়িবহর নিয়ে বিশাল র্যালির আয়োজন করেছেন। সকাল থেকে বিকেল পর্যন্ত অনুষ্ঠিত এ র্যালিতে শতাধিক মোটরসাইকেল এবং কয়েকটি গাড়ি অংশ নেয়।
র্যালিটি যশোর শহরের হুশতলা মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দরাটানা এলাকায় গিয়ে শেষ হয়। দীর্ঘ রাস্তাজুড়ে হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালিটি যেন এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। পথের দু’পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ হাত নেড়ে প্রার্থীকে শুভেচ্ছা জানায়।
বক্তব্যে অধ্যক্ষ মাওলানা শোয়াইব হোসেন বলেন, “আমরা শান্তিপূর্ণ ও কল্যাণমুখী রাজনীতিতে বিশ্বাসী। ইসলামী শাসনব্যবস্থার মাধ্যমে দেশের মানুষকে ন্যায়বিচার ও প্রকৃত মুক্তি দেওয়া সম্ভব। জনগণের দোয়া ও সহযোগিতা নিয়েই ইনশাআল্লাহ আমি জয়ী হবো।”
অধ্যক্ষ মাওলানা শোয়াইব হোসেন বহু বছর ধরে ইসলামি শিক্ষা ও সামাজিক কার্যক্রমের সঙ্গে জড়িত। তিনি একজন শিক্ষাবিদ ও দ্বীনি অঙ্গনের পরিচিত মুখ। সমাজসেবা, দরিদ্র মানুষের সহযোগিতা এবং তরুণদের সঠিক পথে পরিচালনা করার জন্য এলাকায় তার যথেষ্ট সুনাম রয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ “হাতপাখা” প্রতীককে সামনে রেখে নির্বাচনী মাঠে নেমেছে। দলটির নেতাকর্মীরা বিশ্বাস করেন, হাতপাখা হলো সাধারণ মানুষের জীবন ও শান্তির প্রতীক। গরমে যেমন হাতপাখা শীতলতা দেয়, তেমনি ইসলামী আন্দোলনের রাজনীতি দেশের মানুষকে দেবে শান্তি ও স্বস্তি।
“শান্তি, ন্যায় ও কল্যাণের রাজনীতি চাই — হাতপাখায় ভোট দিন!”
“শোষণ নয়, কল্যাণ চাই — হাতপাখা প্রতীকে ভোট দিন!”
“অধ্যক্ষ শোয়াইব হোসেনকে জয়যুক্ত করুন, ইসলামী কল্যাণরাষ্ট্র গড়ুন।”
“যশোরের মানুষ ঐক্যবদ্ধ — হাতপাখার পক্ষে দৃঢ় প্রতিজ্ঞ।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই র্যালি যশোর সদর-৩ আসনে ইসলামী আন্দোলনের শক্তিশালী অবস্থানকে নতুন মাত্রা দিয়েছে। এলাকাবাসীর অংশগ্রহণে এটি নির্বাচনী মাঠে এক নতুন বার্তা দিয়েছে বলেও মন্তব্য করছেন অনেকে।
Leave a Reply