নিজস্ব প্রতিবেদকঃ- “দেশের ভেতরে যারা ষড়যন্ত্র করছে, তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। আমরা সকল ষড়যন্ত্র প্রতিহত করে বিজয়ী হব ইনশাআল্লাহ।” — বলেছেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও গণমানুষের নেতা ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।
গত শুক্রবার (২৫ জুলাই) ঢাকার আশুলিয়ার চিত্রশাইল এলাকায় মরহুম আলহাজ্ব মুনসুর আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. সালাউদ্দিন বাবু বলেন, “মরহুম আলহাজ্ব মুনসুর আলী ছিলেন অত্যন্ত সরল ও সহজ-সরল মনের মানুষ। তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতেন, বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন।”
তিনি আরও বলেন, “আমরা যারা বিএনপির রাজনীতি করি, গত ১৫ বছরে একটি রাতও শান্তিতে ঘুমাতে পারিনি। আজ গণতান্ত্রিক ও সুশৃঙ্খল রাষ্ট্র বিনির্মাণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।”
ডা. বাবু উপস্থিত সবাইকে ধানের শীষে ভোট দিয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। তিনি বর্তমান সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের মনবাসনা পূরণ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
সাবেক সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান,দেওয়ান মোঃ মঈনউদ্দীন বিপ্লব,ইসরাত জাহান মিনি,আলহাজ্ব আব্দুল হাই আল-হাদী,আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন সরকার, মোঃ মনির হোসেন মোল্লা,হাজী আবুল কাসেম,জাহিদুর রহমান নবী দেওয়ান,তাইজুল ইসলাম,জাহাঙ্গীর আলম মন্ডল,আপেল মাহমুদ,হান্নান ভূঁইয়া,জাহিদ হাসান বিকাশ,আবুল হোসেন মুন্সী,রিনা আক্তার, অধ্যক্ষ খন্দকার মোজাফফর হোসেন, সাংবাদিক কে এম মোহাম্মদ হোসেন রিজভী,আব্দুর রশিদ পাটোয়ারী, ইমান উদ্দিন,মোঃ নাজিউর রহমান,মাহবুবুর রহমান রনি,মোফাজ্জল হোসেন রাজু** প্রমুখ।
এছাড়া, বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত ঘটনায় নিহত ও আহতদের আত্মার মাগফিরাত কামনায় এবং মরহুম মুনসুর আলীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
Leave a Reply