
গাজীপুর শ্রীপুর প্রতিনিধি,,( রুবেল মন্ডল)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল– শ্রীপুর পৌর বিএনপির, সাবেক সাংগঠনিক সম্পাদক, মেয়র প্রার্থী, জনাব, খোকন প্রধান বলেছেন, “বিএনপি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে এ দেশের জনগণ যে আস্থা রেখেছেন, তা আজও অব্যাহত রয়েছে। জনগণের সেই বিশ্বাসের শক্তিতেই দলটি গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছে।”
তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রগঠন, বহুদলীয় গণতন্ত্র ও সুশাসনের যে ভিত্তি তৈরি করেছিলেন, সেই আদর্শেই বিএনপি আজও পরিচালিত হয়। বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশে গণতান্ত্রিক কর্মপরিবেশ পুনঃস্থাপনে বদ্ধপরিকর। ধানের শীষ আমাদের রাজনৈতিক পরিচয়ের প্রতীক—এই প্রতীকের ওপর জনগণের যে আস্থা রয়েছে, সেটিই আমাদের শক্তি।” জনাব খোকন প্রধান বলেন
আমাকে অর্পণ করেছেন দলের শীর্ষ নেতৃত্ব। এটা আমার জন্য যেমন দায়িত্ব, তেমনি জনগণের প্রতি অঙ্গীকার। মানুষের জন্য কাজ করা আমার দায়িত্ব ও কর্তব্য বলে মনে করি অভিজ্ঞতাকে ভিত্তি করে আগামী দিনে আরও সুসংগঠিত ও ফলপ্রসূভাবে কাজ করতে চাই। জনগণের সমর্থন নিয়ে ধানের শীষের বিজয় অর্জনই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন,
“কারো কথায় বা গুজবে কান না দিয়ে বাস্তব পরিস্থিতি দেখে বিচার-বিবেচনা করার আহ্বান জানাই। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বেকারত্ব সমস্যা নিরসনে উদ্যোগ নেয়া হবে সাধারণ মানুষের জন্য দেশের অর্থনীতি, কৃষি, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় বিএনপি একটি টেকসই নীতি বাস্তবায়নে প্রস্তুত।”
Leave a Reply