নিজস্ব প্রতিবেদকঃ-আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও তার স্ত্রী এ্যাডভোকেট নাহিদ সুলতানা যূথী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে ডাক্তারের পরামর্শে তারা নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।
গত (৪ অক্টোবর) মঙ্গলবার রাতে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ তার নিজ ফেসবুক পেইজ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও সকলের দোয়া কামনা করেছেন৷
প্রথমে গত (১ অক্টোবর) শনিবার যুবলীগের উপ-দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চিকিৎসকের পরামর্শে বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছেন পরশ-যূথী দম্পতি। সর্বস্তরের নেতা-কর্মী ও দেশবাসীর কাছে দ্রুত আরোগ্য লাভে দোয়া চেয়েছেন শেখ ফজলে শামস পরশ।
আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড.ড. শামীম আল সাইফুল সোহাগ সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সহ পরিবারে করোনায় আক্রান্ত হওয়ায় তাঁর ও পরিবারের সদস্যদের রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। যুবলীগ চেয়ারম্যান ও পরিবারের সদস্যদের দ্রুত সুস্থ্যতার জন্য দেশব্যাপী সব মসজিদে দোয়া ও মন্দির, গীর্জা এবং প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা সভার আয়োজন করার জন্য নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন।
Leave a Reply